নতুন নিয়মে অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন । - BM Computer 24

Post Top Ad

BM Computer System

Post Top Ad

Responsive Ads Here

Friday, September 21, 2018

নতুন নিয়মে অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন ।





নতুন নিয়মে অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন ।

আবেদন করার নিয়মাবলী
আবাসিক সংযোগের ক্ষেত্রেঃ
১) আবেদন করার সময় ছবি, জাতীয় পরিচয় পত্র ও সংযোগস্থলের খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
২) সার্ভিস ড্রপের দুরত্ব (সংযোগস্থল হইতে সার্ভিস পোলের দুরত্ব)১৩০ ফুটের মধ্যে হতে হবে।
৩) সঠিক ভাবে মেপে সার্ভিস ড্রপের দুরত্ব প্রদান করুন। সার্ভিস ড্রপের দুরত্ব সঠিক না হলে তারের দির্ঘ্য কম/বেশি পারে। ভুল তথ্য দিলে পরবর্তীতে সংযোগ পেতে বিলম্ব হতে পারে।
৪) মোট লোড ৫০ কিলোওয়াট এর বেশি হলে এইচটি সংযোগের নিয়মাবলী প্রযোজ্য হবে।
৫) অনলাইনে সার্ভে করার পর প্রয়োজনীয় অর্থ (আবেদন ফি, মেম্বারশীপ ফি ও নিরাপত্তা জামানত) জমাদানসহ সকল নির্দেশনা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
৬) আবেদন ফরমের লাল(*) চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরন করতে হবে।
৭) আবেদন পত্রে গ্রাহকের নিজস্ব মোবাইল নম্বর প্রদান করুন।
৮) আবেদনের পর প্রাপ্ত ট্র্যাকিং আইডি এবং পিন নম্বর অবশ্যই সংরক্ষণ করতে হবে।
৯) সংযোগের অর্থ ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
১০) ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করার জন্য  নিয়মাবলী দেখে নিন।

সুত্র: http://202.5.55.21/UI/App/frm_main_application.aspx


Teg:
বৈদ্যুতিক খুঁটির জন্য আবেদন
নতুন নিয়মে অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন ।
বিদ্যুতের মিটার পরিবর্তন

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here